226 ) (গল্প – 1) আসামের জঙ্গলে – 18 (IN THE FOREST OF ASSAM – 18)।-Written by Junayed Ashrafur Rahman ✒

226 https://is.gd/49Ryc ) (গল্প – 1 https://is.gd/tI67x ) আসামের জঙ্গলে – 18 (IN THE FOREST OF ASSAM – 18)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman✒



🌟🌟🌟 ENGLISH VERSION ✒


🌈Google/ https://is.gd/z2Vff


(Running 🌐WordPress/ https://is.gd/sQ5Bu / 1st ✒ 🌐WordPress/ https://is.gd/H92zM )





I (Ratul) came to Bhaluka and as per the information given by the man from Nalitabari, I took a employment in that garment under the name of Kadam Ali.







More than thirty thousand peoples work in garments. My employment is to pack ready-made clothes.







I pack ready-made clothes and keep looking for extremists in Assam.







Thus a year passed. I also got a promotion, machine operator. I arrived six months later, QC (Quality Controller).







One day I was returning home with shopping from the market, when I saw a paper with a poem written in Assamese on the way. Taking the shopping bag in hand, I peeked into the next room and saw that Suresh Barman, the cutting master on the fourth floor of the garment factory where I work, and Swapan Dhar on the second floor were speaking in Assamese.







And wherever I go, I also entered their house through the gate and said, “What’s the matter? Why are you speaking Assamese language as a Bangladeshi?”



But Suresh thrated me and said, “Impolite. You are a QC. But you are wanting answer from the supervisor.”



I also took out a machine pistol and said, “It will be understood later about polite or impolite. First give your actual identity.”





When they heard me say this, they introduced themselves as fake and I also hit them on the head with the butt of my pistol.







Suresh then shouted “Oh mother, mother”. I put the pistol in front of his face and said, “Shut up. If not, I will shoot.” They gave their actual identities. Then I also gave my actual identity.







Then they both howled and cried, “Sir, forgive us.” I said, “Where is your boss?” Then they said, “I heard two of our bosses working in a garment factory in Gazipur. We have not had contact with them for a long time.” . “







I said, “What was the last garment they did work?” Then they gave me the address of the garment in which their boss worked. I also took them to the police and went to that garment in Gazipur.







After six months of service, I was able to catch one. I learned from him, his boss is Shahjalal Rah. In the airport area. I took him to the police station and left (will continue).



🌟🌟🌟 BANGLA VERSION ✒

(চলমান 🌈Google/ https://is.gd/pHBFn 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )



আমি ( রাতুল) ভালুকাতে এসে নালিতাবাড়ির লোকটার দেয়া তথ্যমতে কদম আলী পরিচয়ে সেই গার্মেন্টসে চাকরি নিলাম।



ঐ গার্মেন্টসে কাজ করে ত্রিশ হাজারের চেয়েও বেশি লোক। আমার কাজ হচ্ছে তৈরি পোশাক প্যাকিং করা।



তৈরি পোশাক প্যাকিং করি আর খুঁজতে থাকি আসামের উগ্রবাদীদেরকে।



এভাবে চলে গেলো এক বছর। আমিও প্রমোশন পেয়ে হলাম , মেশিন অপারেটর। আরও ছয় মাস পরে হলাম , কিউসি (কোয়ালিটি কন্ট্রোলার)।



একদিন বাজার থেকে সদাই করে মেস বাড়িতে ফিরছিলাম , এমন সময় দেখি পথের মধ্যে আসামিজ ভাষায় একটা কবিতা লেখা কাগজ। কাজটা হাতে নিয়ে পাশের ঘরটায় উঁকি দিয়ে দেখি , আমি যে গার্মেন্টসে চাকরি করি , সেই গার্মেন্টসের চতুর্থ তলার কাটিং মাস্টার সুরেশ বর্মন আর দ্বিতীয় তলার স্বপন ধর আসামিজ ভাষায় কথা বলছে।



আর যায় কোথায় , আমিও গেট দিয়ে ওদের ঘরের ভিতরে ঢুকে বললাম , ” কী ব্যাপার ? আপনারা বাংলাদেশি হয়ে আসামিজ ভাষায় কথা বলছেন কেন ? ” এই কথা শুনে স্বপন বললো , ” বেয়াদব , তোর কতো বড় সাহস ? তুই কিউসি হয়ে সুপারভাইজারের কাছে কৈফিয়ত চাস্ ? ” আমিও তখন মেশিন পিস্তল বের করে বললাম , ” আদবি অথবা বেয়াদবি পরে বুঝা হবে। আগে তোদের আসল পরিচয় দে। “



আমার এই কথা শুনে ওরা নিজেদের নকল পরিচয় দিলো আর আমিও পিস্তলের বাঁট দিয়ে ওদের দুটোর মাথায় মারলাম দুই গাট্টা।



সুরেশ তখন “ও মাগো , মাগো ” বলে চিৎকার দিলো। আমি তখন ওর মুখের সামনে পিস্তল ঠেকিয়ে বললাম , ” চুপ কর্। তা না হলে গুলি করবো। ” ওরা ওদের আসল পরিচয় দিলো। তখন আমিও আমার আসল পরিচয় দিলাম।



এরপরে ওরা দুজন হাউ মাউ করে কেঁদে বললো , ” স্যার , আমাদেরকে ক্ষমা করে দেন। ” আমি বললাম , ” তোমাদের বস কোথায় ? ” তখন ওরা বললো , ” আমাদের দুই বস শুনেছিলাম গাজীপুরের একটা গার্মেন্টসে চাকরি করে। অনেক দিন যাবৎ ওদের সঙ্গে আমাদের যোগাযোগ নাই। “



আমি বললাম , ” সর্বশেষ কোন গার্মেন্টসে ওরা ছিলো ? ” তখন আমাকে ওরা ওদের বসেরা যে গার্মেন্টসে চাকরি করতো , সেটার ঠিকানা দিলো। আমিও তখন ওদেরকে পুলিশে ধরিয়ে দিয়ে চলে এলাম গাজীপুরের ঐ গার্মেন্টসে।



ছয় মাস চাকরি করার পরে , একজনকে ধরতে পারলাম। ওর কাছ থেকে জানলাম , ওর বস থাকে শাহজালাল রাহ. বিমান বন্দর এলাকাতে। তাকেও পুলিশে ধরিয়ে চলে এলাম , বিমান বন্দর এলাকাতে (চলবে)।

Leave a comment